নাতি নাতনির দেখাশোনা করতে কি ঠাকুমা দাদুরা বাধ্য ? আইন কি বলছে জেনে নিন ।

law for grand parents in india



নাতি নাতনীর দায়িত্ব নিতে বাধ্য নন দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুমা । 

 সন্তান পালনের দায়িত্ব সন্তানের বাবা মায়ের - কোর্টের রায়
২০১২ সালে পুনের এক মহিলা তার স্বামীর বিরুদ্ধে কেস করেন কারন সন্তান জন্মানোর ৪ মাস পর থেকে তার স্বামী তাদের ভরনপোষণের কোনো খরচ দিচ্ছিলেন না । ভদ্রমহিলাকে ৪ মাসের বাচ্চাকে বাড়ি রেখে কাজের জন্য সারাদিন বাইরে কাটাতে  হচ্ছিল । কোর্ট ভদ্রমহিলার স্বামীকে আদেশ দেয় - ভরণপোষণ বাবদ প্রতি মাসে ২০০০০ টাকা  দিতে । যতদিন না দুই সন্তান ১৮ বছর বয়স্ক হয়ে যায় অথবা ঐ মহিলা অন্য কোনো বিয়ে করেন ততদিন এই খরচ দিতে বলা হয় । 
কিছুদিন আগে এই ভদ্রমহিলা কোর্টে আবার কেস করেন যে - তিনি বাইরে কাজ করেন এবং অফিস থেকে আসতে কোনো কোনো দিন দেরি হয়ে যায় ।  মহিলার বাবা মা অর্থাৎ বাচ্চাদের দাদু দিদা - নাতি নাতনিদের দেখাশোনার দায়িত্ব ঠিক ভাবে পালন করছেন না এবং তাকে জোর করছেন ছোট বাচ্চাটিকে ক্রেশে রেখে আসতে । তিনি কোর্টের কাছে আর্জি রাখেন একটি অর্ডার পাস করে তাদেরকে এই দায়িত্ব সঠিকভাবে পালন করার আদেশ দেওয়া হোক । কিন্তু - 
মুম্বাই ফ্যামিলি কোর্টের বিচারপতি জে. স্বাতি চৌহান তাঁর বিচারে স্পষ্ট জানিয়েছেন কোনো ব্যাক্তি আইনত তাঁদের নাতি নাতনীর পালন পোষণের বা খেয়াল রাখার দায়িত্ব নিতে  বাধ্য নন । তারা তাদের যৌবন কালে নিজের সন্তান সন্ততী পালন পোষণ করেছেন । এখন তাদের আরাম করার সময় । তারা চাইলে ভালোবাসার খাতিরে নাতি নাতনির জত্ন নিতে পারেন , কিন্তু তিনি/ তারা এই দায়িত্ব নিতে কোনোভাবেই তিনি  বাধ্য নন । 
নাতি নাতনির দেখাশোনা করতে কি ঠাকুমা দাদুরা বাধ্য ? আইন কি বলছে জেনে নিন । নাতি নাতনির দেখাশোনা করতে কি ঠাকুমা দাদুরা বাধ্য ? আইন কি বলছে জেনে নিন । Reviewed by Wisdom Apps on জুলাই ২১, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.